ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ডাটাবেজ জেলা প্রশাসনে হস্তান্তর

ফরিদপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ডাটাবেজ জেলা প্রশাসনে হস্তান্তর

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৬:১৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৬:১৭

ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে বসবাসরত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ডাটাবেজ তৈরি করে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক অতুল সরকারের হাতে তথ্যপত্রটি তুলে দেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসের ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’র সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি।

জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় ব্লাস্ট এর অর্থায়নে ‘নন্দিতা সুরক্ষা’ ফরিদপুর জেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর এই তালিকা প্রস্তুত করে। 

জানা যায়, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর তথ্য তালিকাটির কাজ সম্পন্ন করার জন্য নন্দিতা সুরক্ষার দুজন কর্মী তাহিয়াতুল জান্নাত রেমি ও জান্নাতুল ফেরদৌসী ফরিদপুরের গত তিন মাস ধরে প্রতিটি উপজেলায় তৃতীয় লিঙ্গের গুরুদের ডেরায় গিয়ে তথ্য সংগ্রহ করে। কেবল নাম ঠিকানাই নয়, সংগ্রহ করা হয় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী কি কাজ করতে আগ্রহী, জাতীয় পরিচয়পত্র আছে কিনা ইত্যাদি নানা তথ্যও। 

নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের মূল ধারায় মিশতে না পারার প্রধান অন্তরালে রয়েছে সমাজের অসহযোগী মনোভাব। তবে নন্দিতা টিম তাদের আপন করে নিয়ে কাজটি সম্পন্ন করেছে। জেলা প্রশাসক  অতুল সরকার ফরিদপুর জেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে ফরিদপুরকে সমৃদ্ধ করতে চান। প্রকৃতভাবে যারা চাকরি করার ইচ্ছা ও শিক্ষাগত যোগ্যতা রাখেন তাদের চাকরি ব্যবস্থা করতে চান। তবে এজন্য দরকার এই  জনগোষ্ঠীর কাউন্সেলিং। অন্যদিকে তালিকায় বেশ কয়েকজন এইচ এস সি ও অনার্স পড়ুয়া তৃতীয় লিঙ্গের সদস্যের সন্ধান মিলেছে। 

রেমি বলেন, আজকাল তৃতীয় লিঙ্গের মানুষ সেজে সাধারণ জনগণ চাঁদাবাজি করছে কিন্তু অভাবে আড়ালে আঁধারে থেকে যাচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষজন। বৈচিত্র্যময় নারীরা এগিয়ে গেলেও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষেরা তাদের জীবনমানের উন্নয়ন করতে পারে নি।তাই সকলের স্ব স্ব উদ্যোগে এগিয়ে আসতে হবে। এই পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে নন্দিতা সুরক্ষা কাজ করেছে মাঠ পর্যায়ে। 

ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, পিছিয়ে পড়া এই জনগোষ্ঠির প্রকৃত পরিসংখ্যান না থাকায় তাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা হয়। এই ডাটাবেজ প্রনয়ণের কাজটি শুরু করা প্রয়োজন ছিলো, সেটা হয়েছে। এই তথ্য প্রতিবছর আপডেট করে তৃতীয় লিঙ্গের মানুষদের মূল জীবনধারায় সম্পৃক্ত করার পথকে সুগম রাখতে হবে।

আরও পড়ুন

×