এক যুগ পর বকেয়া চার কোটি টাকা পেলেন মোচিকের শ্রমিকরা

শ্রমিকদের বকেয়া টাকার চেক দিচ্ছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান। ছবি-সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৮:১০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৮:১০
দীর্ঘ এক যুগ পর দক্ষিণাঞ্চলের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান কালীগঞ্জ-মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ফান্ডের বকেয়া চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। রোববার সকালে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান অবসরপ্রাপ্ত ৬১ শ্রমিককে টাকার চেক দেন।
এক যুগেরও বেশি সময় শ্রমিকরা ওই টাকা না পেয়ে কষ্টে দিনযাপন করছিলেন। এখন পাওনা টাকা পেয়ে তাঁরা খুশি।
দীর্ঘদিনের বকেয়া টাকা পেয়ে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা মিলের ব্যবস্থাপনা পরিচালকসহ শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, গত এক যুগের মধ্যে এ ধরনের বড় অঙ্কের পাওনা টাকা কেউ দিতে পারেনি। তাই তাঁরা দ্বায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অবসরের গ্র্যাচুইটি ফান্ডের বাকি পাওনা টাকাও দ্রুত পেতে অনুরোধ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ফেডারেশন আইন সম্পাদক গোলাম রসুল, সহসভাপতি ফজের আলী, সদস্য সাইদুজ্জামান পিকু প্রমুখ।