ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্রলীগের মারধরের শিকার কুয়েট ছাত্র জাহিদুরের জামিন হয়নি

ছাত্রলীগের মারধরের শিকার কুয়েট ছাত্র জাহিদুরের জামিন হয়নি

কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৫২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৫২

ছাত্রলীগের মারধরের পর আইসিটি মামলার শিকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী জাহিদুর রহমানের জামিন হয়নি।

রোববার খুলনা মহানগর হাকিম আল আমিনের আদালতে তাঁর আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। জাহিদুর এখন খুলনা কারাগারে রয়েছেন।

জাহিদুর কুয়েটের ইসিই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ১১ সেপ্টেম্বর আরেক শিক্ষার্থীর সঙ্গে সরকারবিরোধী চ্যাটের অভিযোগে জাহিদুরকে কুয়েটের ড. রশিদ হলের গেস্টরুমে নিয়ে যায় ছাত্রলীগ নেতারা। এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তাঁকে পেটানো হয়। ওই রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর জাহিদুর খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। ১৫ সেপ্টেম্বর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দিনই আদালতে জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।

জাহিদুরের আইনজীবী আসাদুজ্জামান মিলটন সমকালকে বলেন, আদালতকে আমরা বলেছি, এই মামলার কোনো মেরিট নেই। উপযুক্ত প্রমাণ ছাড়া এই মামলা চলতে পারে না। এছাড়া ভিকটিম এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এ অবস্থায় তাঁকে জামিন দেওয়া উচিত।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগরীর খানজাহান আলী থানার এসআই জিলন শিকদার সমকালকে বলেন, নিয়ম অনুযায়ী মামলার তদন্ত চলছে। আসামির মোবাইল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×