দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: জ্যাকব

চরফ্যাসনে উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ছবি-সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২৪
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামাত জোট দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলন ছাড়া কিছুই জানে না। দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বিএনপিকে কঠোর ভাবে মোকাবিলা করতে হবে। শ্রমিক লীগকেই বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলা করতে মাঠে থাকতে হবে।
সোমবার বিকেলে চরফ্যাসনের বজ্রগোপাল টাউন হলে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি জোট সরকার দেশে কোন উন্নয়ন করতে পারেনি। শুধু দেশে লুটপাট আর অরাজকতা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এসব উন্নয়নের ফলে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সারা দেশের উন্নয়নকে বিবেচনা করে দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।
এছাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায়, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কুতুব, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, নির্মাণ শ্রমিক লীগের সভাপতি আবদুল মালেক রাজ ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।