৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় গৃহশিক্ষককে কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মোনায়েম বিল্লাহ। ছবি-সমকাল
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৪৭
ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে প্রাইভেট পড়াতে গিয়ে ধর্ষণ চেষ্টায় মোনায়েম বিল্লাহ (২২) নামে এক গৃহশিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড দেন।
আদালত সূত্র জানায়, সকালে ওই শিশুকে প্রতিদিনের মতো আজও বাসায় প্রাইভেট পড়াতে যান গৃহশিক্ষক মোনায়েম বিল্লাহ। এ সময় শিশুটির মা-বাবা দু’জনেই বাসার বাইরে থাকায় মোনায়েম ওই শিশুকে পড়ানোর পরিবর্তে ধর্ষণের চেষ্টা করে। হঠাৎ শিশুটির মা বাসায় এসে ঘটনা দেখে ফেললে আশপাশের লোকজন ডেকে ওই গৃহশিক্ষককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সাক্ষ্যপ্রমাণ শেষে গৃহশিক্ষক মোনায়েমকে ৯ মাস ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আরও ৫শ টাকা অর্থদণ্ড করা হয়।