ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তফসিল অক্টোবরে: মন্ত্রী

মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তফসিল অক্টোবরে: মন্ত্রী

ছবি: সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০১:২৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০১:২৮

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ প্রায় ৪০ জেলায় বিতরণ শেষ করেছি, আগামী এক মাসের মধ্যে বাকিগুলোও শেষ হয়ে যাবে। আশা করি, আগামী মাসেই মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনী তফসিল ঘোষণা হবে এবং নভেম্বরের প্রথম দিকে নির্বাচন অনুুষ্ঠিত হবে।’

মঙ্গলবার সকালে জামালপুরে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের গণশুনানি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।

আরও পড়ুন

×