ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে সালিশে গিয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ২

জমি নিয়ে বিরোধে সালিশে গিয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই মধ্যস্থতাকারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে পুলিশ আটক করেছে।

নিহতরা হলেন- তুলাপুর গ্রামের নূর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২) । রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য জানান।

এলাকাবাসী জানায়, রাজনগর উপজেলার একেবারে উত্তরাংশের গ্রাম তুলাপুর। সেখানকার রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে বেশ কিছু দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে রাজু দাশের লোকজন বিরোধপূর্ণ জায়গায় গাছ রোপণ করে। এ সময় ধীরু দাশ তাতে বাধা দেন। তাতে অপর পক্ষ বাধা না শুনলে দুই পক্ষের মাঝে মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তখন ইউপি সদস্যের সঙ্গে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তারা মারা যান।

রাজনগর থানা ওসি বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

×