কিশোরগঞ্জে বিশ্ব নদী দিবসে আলোচনা সভা

কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৩:৩১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৩:৩১
বিশ্ব নদী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ কালেক্টরেটে রোববার (২৫ সেপ্টেম্বর) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সভায় জেলা প্রশাসক বলেন, সচেতনমহলের সজাক থাকতে হবে। নদী দখল কিশোরগঞ্জে কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপসচিব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম, অধ্যাপক রেহেনাজ উদ্দিন, সাংবাদিক আলম সারোয়ার টিটু প্রমুখ। বক্তারা বলেন, নদীখেকো প্রভাবশালীরা নানা কৌশলে নদী দখল করে নিচ্ছে। ফলে নদীপথ কমে গিয়ে সভ্যতাকে ধ্বংস করছে।
- বিষয় :
- বিশ্ব নদী দিবস