ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বর্ণ চোরাচালান মামলায় চীনা নাগরিকের কারাদণ্ড

স্বর্ণ চোরাচালান মামলায় চীনা নাগরিকের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২০

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণবার নিয়ে গ্রেপ্তার হওয়া ফ্যান রংগুই নামে এক চীনা নাগরিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালান মামলায় এ সাজা দেওয়া হয়। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, স্বর্ণ চোরাচালান মামলায় ফ্যান রংগুইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের ৮ মে দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা একটি ফ্লাইটের যাত্রী ফ্যান রংগুইয়ের ব্যাগ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন।

আরও পড়ুন

×