রণেশ মৈত্র’র মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের ৭ দিনের শোক

ছবি: ফাইল
পাবনা অফিস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৭:২৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩৬
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, ভাষা সংগ্রামী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র'র মৃত্যুতে সাত দিনের শোক কর্মসুচি গ্রহণ করেছে পাবনা প্রেসক্লাব।
সোমবার দুপুরে এক জরুরি সভায় এই কর্মসুচি নেওয়া হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের পরিচালনায় সভার শুরুতে রণেশ মৈত্রর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
কর্মসুচির মধ্যে রয়েছে- পাবনা জেলার সাংবাদিকদের কালোব্যাজ ধারণ; প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন; স্থানীয় পত্রিকাগুলোর প্রথম পাতার প্রথম কলামে ছয় ইঞ্চি পরিমাণ স্থান কালোব্যাজ দিয়ে খালি রাখা; মরদেহ আনার পর স্বাধীনতা চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার ও সর্বজনের শ্রদ্ধা জ্ঞাপন; প্রেসক্লাব চত্বরে মরদেহ নিয়ে আসা ও নাগরিক শোক সভা।
সোমবার ভোররাতে রণেশ মৈত্র (৯০) ঢাকার পপুলার হাসপাতালে পরলোকগমন করেন। স্ত্রী পুরবী মৈত্র, দুই ছেলে ও তিন মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সভায় বক্তব্য দেন - পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান, সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকী, কার্যকরী সদস্য জহরুল ইসলাম, রাজিউর রহমার রুমী, আব্দুর রশিদ, সহসম্পাদক সরোয়ার উল্লাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক কানু সান্যাল, সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান শিপন, মিজানুর রহমান, পার্থ পবিত্র হাসান প্রমুখ।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান সাহাবুদ্দিন চপ্পু, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, জেলা যুবলীগৈর আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ক্যাবের সহসভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা ও সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম প্রমুখ ।
১৯৩৩ সালের ৪ অক্টোবর তার মাতামহের চাকরিস্থল রাজশাহী জেলার নহাটা গ্রামে জন্মগ্রহণ করেন আজীবন সংগ্রামী রণেশ মৈত্র। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জনস্বার্থের আন্দোলনে সব সময় সাহসী ভুমিকা রাখেন তিনি। বাবা রমেশ চন্দ্র ছিলেন পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১৮ সালে তিনি সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন। তার স্ত্রী পুরবী মৈত্র বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সভানেত্রী।
- বিষয় :
- পাবনা প্রেসক্লাব
- রণেশ মৈত্র
- একুশে পদক