ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পঞ্চগড়ে নৌকাডুবি: এক শিশুসহ এখনও ৩ জন নিখোঁজ

পঞ্চগড়ে নৌকাডুবি: এক শিশুসহ এখনও ৩ জন নিখোঁজ

আওলিয়ার ঘাটের আশপাশে চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি-সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০৫:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০৫:০০

পঞ্চগড়ের বোদা উপজেলার আওলিয়ার ঘাটের নৌকাডুবির দশম দিনে সীমিত উদ্ধার অভিযান চালানো হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে বোদা ফায়ার সার্ভিসের সাত জনের একটি ইউনিট স্থানীয়দের সঙ্গে টহলসহ সীমিত উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। 

জানা যায়, নৌকাডুবির উদ্ধার অভিযানে সর্বশেষ বুধবার একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সর্বমোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। গত ছয় দিনে কোন মরদেহ উদ্ধার করা যায়নি। তাই নবম দিন সোমবার থেকে উদ্ধার অভিযান সীমিত করা হয়। এক শিশুসহ এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, দশম দিনের মত মঙ্গলবার সকালে আমাদের সীমিত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আমাদের সাত জনের একটি ইউনিট নদীর পাড় ধরে হেঁটে চলেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমিত আকারে এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

গত ২৬ সেপ্টেম্বর বোদার আওলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×