ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনায় রহিমা বেগমকে অপহরণ মামলায় ৪ আসামির জামিন

খুলনায় রহিমা বেগমকে অপহরণ মামলায় ৪ আসামির জামিন

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ০৬:৩৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ০৬:৩৫

খুলনায় আলোচিত রহিমা বেগমকে কথিত অপহরণ মামলায় ৪ আসামির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন। মঙ্গলবার তাদের জামিন শুনানির পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। সমকালকে এসব তথ্য জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এস এম তারিক মাহমুদ।

জামিন পাওয়া চার জন হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া ও তার ভাই মো. মহিউদ্দিন এবং মহেশ্বরপাশা এলাকার রফিকুল ইসলাম পলাশ ও তার ভাই নুরুল আলম জুয়েল। গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে ছিলেন।

এ মামলায় গ্রেপ্তার অপর ২ আসামি হেলাল শরীফ ও রহিমা বেগমের তৃতীয় স্বামী বেলাল হাওলাদার কারাগারে রয়েছেন।

গত ২৭ আগস্ট নগরীর মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকে গৃহবধূ রহিমা বেগম রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তার মেয়ে আদুরি আকতার বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় অপহরণ মামলা করেন। এরপর গত ২৪ সেপ্টেম্বর পুলিশ আত্মগোপনে থাকা রহিমা বেগমকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।

আরও পড়ুন

×