ধানক্ষেতে মিলল অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০১:৪৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০১:৪৫
পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামে এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়া পৌর এলাকার হাজিপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে এবং ব্যাটারিচালিত অটোচালক ছিলেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, গত রাতে ছিনতাইকারীরা যাত্রী বেশে অটো ভাড়া নিয়ে যাবার পথে ফাঁকা জায়গায় ইসমাইলের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যেতে পারে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।