ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিরামপুরে আদিবাসী নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

বিরামপুরে আদিবাসী নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ০৬:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ০৬:১৭

দিনাজপুরের বিরামপুরে তালামাই সরেন (৬০) নামের এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী ফজলু বাস্ককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঘরের বারান্দায় তালাইমাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্বাভাবিক মৃত্যু মনে করে শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হয়। এসময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, পুলিশ খবর পেয়ে তালামাই সরেনের মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানাে হয়েছে। তালামাই সরেনের দেহে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তালামাই সরেনের স্বামীকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন

×