শৈলকুপায় প্রতিমা ভাংচুর: আরও দুই আসামি রিমান্ডে

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০৬:১৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০৬:১৪
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডাউটিয়া কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর মামলায় আরও দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত রোববার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেঘা গুপ্তা তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। তাঁরা হলেন কুশবাড়িয়া গ্রামের তুষার ও সাজ্জাদ হোসেন।
জানা যায়, গড়াই নদীতে দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার হোসেনের উদ্যোগে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নৌকা জব্দ করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে শায়েস্তা করতে ডাউটিয়া কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করেন ওই নেতা।
এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর রাতে তাঁর নির্দেশে কুশবাড়িয়া গ্রামের আসাদুজ্জামান হিরো, তুষার ও সাজ্জাদ হোসেন ডাউটিয়া কালীমন্দিরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙে রাস্তায় ফেলে রাখেন।
ঘটনার তদন্ত করে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তারা প্রথমে কুশবাড়িয়া গ্রামের আসাদুজ্জামান হিরোকে গ্রেপ্তার করে। পরে মূল পরিকল্পনাকারী হিসেবে দিনারের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিরো। এ ঘটনায় তিন আসামি গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন দিনার হোসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মূল পরিকল্পনাকারী দিনার হোসেনকে গ্রেপ্তারে হিরোর পর দুই আসামি তুষার ও সাজ্জাদকে দুই দিনের রিমান্ডে থানায় আনা হয়েছে। আশা করছি, দ্রুত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।