হাতকড়া খুলে পালানোর পর ঢাকা থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার আজিজুল শেখের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। ছবি- সংগৃহীত।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ০৯:৪৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ০৯:৪৪
চুয়াডাঙ্গায় প্রিজনভ্যান থেকে নামানোর পর হাতকড়া খুলে পালানো ডাকাতি মামলার আসামি আজিজুল শেখকে পাঁচ দিন পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আজিজুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের জলিরপাড় গ্রামের মৃত ফজল শেখের ছেলে।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত রোববার জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আদালতের হাজতখানায় আসামি আনা হচ্ছিল। গাড়ি থেকে আসামি নামানোর পর কৌশলে হাতকড়া খুলে আজিজুল পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঢাকার ধামরাইয়ে তার অবস্থান শনাক্ত করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবির প্রমুখ।
উল্লেখ্য, আসামি হাতকড়া খুলে পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে আদালত এলাকা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।
- বিষয় :
- পুলিশ
- হাতকড়া
- খুলনা
- চুয়াডাঙ্গা