দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ী নিহত

নিহত নুরুল আফছার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ০২:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ০২:২২
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরুল আফছার (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ব্যবসায়ী নুরুল আফছার উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘাট মৌলভী বাড়ীর মৃত জয়নাল আবেদিনের ছেলে। বাংলাদেশ সময় শনিবার রাত ১টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো নামক শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের বন্ধু দক্ষিণ আফ্রিকার প্রবাসী মো. জয়নাল আবেদিন রুবেল জানান, নুরুল আফছার প্রতিদিনের মতো তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত তার দোকানে প্রবেশ করে অতর্কিতভাবে গুলি চালায়। তাৎক্ষণিক আফছার গুলিবিদ্ধ হয়ে দোকানের ফ্লোরে লুটিয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ সময় দুর্বৃত্তরা তার দোকানের ভেতর প্রবেশ করে টাকা পয়সাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. হানিফ আনছারী বলেন, নিহত নুরুল আফছার ২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য করছেন। তিনি সেখানে বিয়ে করেছেন। তার দুটি সন্তানও রয়েছে। দীর্ঘদিন পর চলতি বছরের শেষের দিকে তার দেশে আসার কথা ছিল। এখন তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এদিকে নুরুল আফছারের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে তার বাড়ির পরিবারের লোকজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।