ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চালু হলো সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট

চালু হলো সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট

ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২ | ০৮:০৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ | ০৮:১৮

সিলেট থেকে সৌদি আরব প্রবাসীদের কাঙ্খিত সিলেট-জেদ্দা রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার ৬টা ৪৫ মিনিটে সিলেট থেকে ২৪১ জনসহ মোট ৪১৫ জন যাত্রী নিয়ে সরাসরি এ ফ্লাইট যাত্রা করে। এর আগে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান কর্তৃপক্ষ।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সমকালকে জানান, এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট যাবে। যদিও প্রতি বছর হজ্জ উপলক্ষে সিলেট থেকে অনিয়মিত ফ্লাইট চালু ছিল। এখন থেকে নিয়মিত জেদ্দায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানবন্দরের সহকারী স্টেশন ম্যানেজার সাকিল আহমেদ সমকালকে জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি (বিজি-২৩৫) উড়োজাহাজ রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে বিমানটি ছেড়ে যায়। বিমানে জেদ্দাগামী সিলেটের ২৪১ জন ও ঢাকার ১৭৪ জন যাত্রী রয়েছেন।

আরও পড়ুন

×