ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভাসানচর থেকে ভাগিয়ে নিয়ে রোহিঙ্গা কিশোরীকে তিন মাস ধর্ষণ

ভাসানচর থেকে ভাগিয়ে নিয়ে রোহিঙ্গা কিশোরীকে তিন মাস ধর্ষণ

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৯

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর ক্যাম্প থেকে এক কিশোরীকে ভাগিয়ে এনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস ধর্ষণের অভিযোগ উঠেছে শাহাদাত হোসেনের (২৯) বিরুদ্ধে। গত বুধবার রাতে স্থানীয়রা সুবর্ণচর উপজেলার খাসেরহাট থেকে তাকে উদ্ধার করে চর জব্বার থানায় হস্তান্তর করে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন থানার ওসি দেবপ্রিয় দাস। তিনি জানান, ওই কিশোরী সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন গ্রামের মৃত আসাদুল হকের ছেলে শাহাদাতের বিরুদ্ধে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ভাড়াবাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পরই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী জানান, ভাসানচর থেকে চার মাস আগে মা-বাবার সঙ্গে কুতুপালং ক্যাম্পে পালিয়ে যাওয়ার সময় শাহাদাত কৌশলে ওই কিশোরীকে ভাগিয়ে নেয়। এরপর বিয়ে করার কথা বলে সুবর্ণচরের খাসেরহাটে রেখে দেয়। সেখানে একটি ভাড়াবাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকে তারা। তিন মাসেও বিয়ে না করায় মেয়েটি এক পর্যায়ে পালিয়ে মা-বাবার কাছে চলে যায়। পরে বন্ধু কামাল ও কচির মাধ্যমে তাকে ফের সুবর্ণচর নিয়ে আসে শাহাদাত। বিষয়টি স্থানীয়রা জানালে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×