ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝিনাইগাতীতে ৮৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

ঝিনাইগাতীতে ৮৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

শেরপুরের ঝিনাইগাতী থেকে রতন আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি: সমকাল

সীমান্ত অঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ২১:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ২১:২৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যেরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া রতন আলীর (২৩) বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী-শেরপুর সড়কের আহাম্মদনগরে মামুন তালুকদারের মৎস্য খামারের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় রতন আলীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৪৩ হাজার টাকা।

র‌্যার-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এম এম সবুজ রানা বলেন, ‘মাদক ব্যবসায়ী রতন আলীকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় মামলা করা হয়েছে।’

আরও পড়ুন

×