কালিয়াকৈরে তিতাস গ্যাসের অভিযান
সেই পোশাক কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০০:৩২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আইমন টেক্সটাইলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের কারখানাটিতে দিনব্যাপী এ অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় এ অভিযান চালানো হয়।
গত ২৩ অক্টোবর কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বাধার মুখে পড়েন তিতাস কর্মকর্তারা। এ সময় দুই কর্মকর্তা আহত হন।
তিতাস গ্যাসের চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, আইমন টেক্সটাইলের কারখানাটিতে দীর্ঘদিন ধরে বৈধ গ্যাস লাইনের পাশাপাশি অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আগেও একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপরও কারখানা কর্তৃপক্ষ আবারও এমন সংযোগ নেয়। বৃহস্পতিবার এসব বিচ্ছিন্ন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহর নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
- বিষয় :
- কালিয়াকৈর
- অবৈধ গ্যাস সংযোগ