সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মসিউর রহমান মারা গেছেন

সাবেক সংসদ সদস্য মসিউর রহমান
হরিণাকুণ্ডু( ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ০১:৪৬ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০১:৪৬
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝিনাইদহ -২ ( সদর-হরিণাকুণ্ডু) আসনের সাবেক সংসদ সদস্য মসিউর রহমান মারা গেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহে ওয়া........রাজেউন)। এর আগে তিনি নিজ বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হন।
স্বজনরা জানিয়েছেন, বেলা ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার এই তথ্য নিশ্চিত করে জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মসিউর রহমান ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
- বিষয় :
- ঝিনাইদহ
- সাবেক সাংসদ
- মসিউর রহমান