ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জেলা পরিষদ নির্বাচন

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল আলমের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

গত বুধবার নোটিশটি ডাকযোগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মো. তারিক হোসেন জুয়েল।

নোটিশে উল্লেখ করা হয়, জেলা পরিষদ নির্বাচন নিয়ে গত ১৫ অক্টোবর স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। এ সময় লিখিত বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে দলীয় ঐতিহ্য ধ্বংসকারী, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের মহানায়ক বলে উল্লেখ করেন শফিকুল আলম। জনবিচ্ছিন্ন নেতা ও ভোটারদের ভয় দেখিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনের এসব বক্তব্য মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। নোটিশ পাননি বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি দাবি করেন, এমন বক্তব্য দেননি যাতে মানহানি হয়েছে।

আরও পড়ুন

×