ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে শাকিলের মরদেহ ঝুলতে থাকে
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০১:০১ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০১:০১
ফরিদপুরের কানাইপুরে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতের তারে জড়িয়ে শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার ভোরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইসুবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাকিল স্থানীয় ইসুবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আহত ব্যক্তির নাম মজনু শেখ। তিনি হোগলাকান্দি গ্রামের কাশেম শেখের ছেলে। তাকে আটকের পর পুলিশ হেফাজতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শ্রীবাস গাইন জানান, নিহত শাকিল বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলতে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
- বিষয় :
- ফরিদপুর
- কানাইপুর
- ট্রান্সফরমার
- তারে জড়িয়ে মৃত্যু