মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার হামিদুল মারা গেছেন

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার সদস্য হামিদুল ইসলাম। ছবি-সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ০৭:৩৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০৭:৩৪
মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনসার সদস্য হামিদুল ইসলাম মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরে তিনি অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি। বুধবার সোনাপুর ঈদগাহ ময়দানে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
১৯৭১ সালের তৎকালীন বদ্যনাথতলায় (বর্তমানে মুজিবনগর আম্রকানন) মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেন ১২ আনসার সদস্য। তাঁদের মধ্যে হামিদুল ছিলেন অন্যতম। এ নিয়ে ওই দলের ১০ জনের মৃত্যু হলো। বেঁচে আছেন আজিমুদ্দীন শেখ ও সিরাজুল ইসলাম নামে অপর দুই আনসার সদস্য।