ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আদমদীঘিতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

আদমদীঘিতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

ছবি: সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০১:১০

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে তিন ‘মাদক ব্যবসায়ী‌’কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- আদমদীঘির বামনিগ্রামের আজিজার রহমানের ছেলে আজাদ (২৫), তার ভাই হামিদুল (৪৮) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাঙ্গামি গ্রামের মিন্টুর ছেলে বাদশা (৩৮)। গত বুধবার রাতে আদমদীঘি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে ৫ জনকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, বামনিগ্রামের আজাদের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট মজুত রয়েছে খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতরে চালের ড্রামে রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজাদ ও হামিদুলকে গ্রেফতার করা হয়। 

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, বুধবার রাত ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের পোওতা রেলগেট এলাকায় ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৮৮) তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ বাদশাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×