হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০২:০৮
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামরুজ্জামান হীরা (৩০), তার বাড়ি চাঁদপুরে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।