স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ০৪:৩৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ | ০৮:৪২
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।
কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।
এপিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই দুপুরে পারিবারিক কলহের জের ধরে কোবাদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেন। এতে আয়েশা বেগম মারা যান। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে দুপুরে কোবাদ আলীর বিরুদ্ধে এই রায় দেন আদালত।