ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পার্বত্য তিন জেলার স্কুলে নেই অভিজ্ঞ শিক্ষক

পার্বত্য তিন জেলার স্কুলে নেই অভিজ্ঞ শিক্ষক

স্কুলে পাঠদান - ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০১:৫৭

এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের পাশাপাশি জেলার ১৫ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করলেও তিন পার্বত্য জেলায় শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। এই বোর্ডে এবার কমেছে পাসের হার। তিন পার্বত্য জেলায় ভালো ফল করতে না পারার মূল কারণ হচ্ছে অভিজ্ঞ শিক্ষকের সংকট। ইংরেজি বিষয়ে দক্ষ শিক্ষক একেবারেই কম। অনেক স্কুলে অন্য বিষয়ের শিক্ষক ইংরেজি পড়ান।
গতবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল সর্বোচ্চ ৯১ দশমিক ১২ শতাংশ।

এবার তা কমে দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৫৩ শতাংশে। তাছাড়া এবার রেকর্ড ১৮ হাজার ৫২১ পরীক্ষার্থী ফেল করেছে। তাদের অর্ধেকেরও বেশি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ফেল করেছে। ফেল করাদের বড় অংশই তিন পার্বত্য জেলার।

খাগড়াছড়ি জেলায় এবার পাসের হার ৭৫ দশমিক ৮৭ শতাংশ, বান্দরবানে ৭৮ দশমিক ৩৬, রাঙামাটিতে ৮১ দশমিক ৬০ শতাংশ। শিক্ষা বোর্ড সংশ্নিষ্টদের মতে, তিন পার্বত্য জেলায় খারাপ ফল করায় চট্টগ্রাম সামগ্রিকভাবে পিছিয়ে পড়ছে। বিষয়টি উদ্বেগের। এ জন্য নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, 'চট্টগ্রাম মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বরাবরের মতো এবারও ভালো ফল করেছে। কিন্তু তিন পার্বত্য জেলায় এবার গতবারের তুলনায় ফল খারাপ হয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, সেখানকার স্কুলগুলোতে ভালো মানের অভিজ্ঞ শিক্ষকের তীব্র সংকট। এর নেতিবাচক প্রভাব পড়ছে বোর্ডের সামগ্রিক ফলাফলের ওপর।'

আরও পড়ুন

×