ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পটকা ফোটাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থক জখম

পটকা ফোটাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থক জখম

আহত চান্দু মিয়া। ছবি-সমকাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২ | ১২:০৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২২ | ১২:০৯

চুয়াডাঙ্গার দর্শনায় পটকা ফোটাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থক চান্দু মিয়া নামে এক যুবক জখম হয়েছেন। তার বাম হাতের দুটি আঙুল জখম হয়েছে।  

বুধবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা হল্টস্টেশন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত চান্দু মিয়া (১৯) চুয়াডাঙ্গার দর্শনা হল্টস্টেশন পাড়ার আমিরুল ইসলামের ছেলে।

দর্শনা থানার ওসি লুৎফুল কবির বলেন, বুধবার রাত ১টায় বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় অংশ গ্রহণ করবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। খেলা উপলক্ষে আর্জেন্টিনার বেশ কয়েকজন সমর্থক দর্শনা হল্টস্টেশন পাড়ায় পটকা ফুটিয়ে উল্লাস করছিল। এ সময় অসাবধানতাবশত একটি পটকা আর্জেন্টিনা সমর্থক চান্দু মিয়ার বাম হাতের মধ্যে ফুটে যায়। এতে হাতের দুটি আঙুল গুরুতর জখম হয়।

স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত যুবকের হাতের দুটি আঙুলের আঘাত গুরুতর হওয়ায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান চিকিৎসক।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারভিন অনিক চৌধুরি বলেন, আঙুলে আঘাত গুরুতর। শিরা বিচ্ছিন্ন ও ক্ষত বেশি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×