নান্দাইলের আব্দুর রহমান মাস্টার আর নেই

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ১২:৪২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ১২:৪২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরউত্তরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর (দক্ষিণ) গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মোহাম্মদ আব্দুর রহমান উপজেলার চরশ্রীরামপুর (দক্ষিণ) গ্রামের প্রয়াত রুপ্তন আলীর ছেলে। তাঁর নামাজে জানাজা আগামীকাল শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
চরউত্তরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। ওই স্কুলেই দীর্ঘদিন সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শেষে তিনি অবসর নেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন ।
মোহাম্মদ আব্দুর রহমান ১৯২০ সালে প্রতিষ্ঠিত চরশ্রীরামপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ হোসেন আলীর ভ্রাতুষ্পুত্র।