ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাদকমুক্ত দেশ গড়তে ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত দেশ গড়তে ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো ও বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৮:০৩ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৮:০৩

মাদকমুক্ত দেশ গড়তে হলে নিজের ঘর থেকে আন্দোলন শুরু করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, যত দিন যাচ্ছে প্রতিটি পরিবারে মাদক ঢুকে যাচ্ছে। তাই সবাইকে পারিবারিকভাবে সচেতন হতে হবে। দেশের প্রতিটি ঘরে আন্দোলন গড়ে তুললেই মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব।

রোববার বিকালে সিলেটের বিশ্বনাথ পৌরশহরে মানস আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মানসের প্রতিষ্ঠাতা সভাপতি একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে এবং আয়শা মুন্নী ও শিক্ষক হিমাংশু রায় হিমেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী। পরে বিশ্বনাথের বিভিন্ন দাবি জানিয়ে মানপত্র পাঠ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সমর কান্তি দে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

আরও পড়ুন

×