ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিষ দিয়ে ৩০০ হাঁস নিধন

বিষ দিয়ে ৩০০ হাঁস নিধন

বিষক্রিয়ায় মৃত হাঁসের স্তূপ-সমকাল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৪:৪০

পতিত জমিতে ছিটিয়ে রাখা বিষ মেশানো খাবার (গম) খেয়ে দুই খামারির প্রায় ৩০০ হাস মারা গেছে। রোববার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দুই খামারি মাসকা পশ্চিম পাড়া গ্রামের সেকান্দর মিয়া ও সোলেমান মিয়া। রোববার সকালে আমবাগান এলাকায় ভাড়া নেওয়া হাঁসের খামার থেকে দু'জনের হাঁসের ঝাঁক নিয়ে খাবার খাওয়াতে বের হন সুলেমান ও সেকান্দর। সেখানে ছিল ৪০০ হাঁস। খামারের সামনেই পতিত জমি। হাঁসগুলো সেখানে নেমেই ছড়ানো-ছিটানো গম খেতে থাকে। এই গমে যে বিষ মেশানো ছিল, তা খাওার আগে বুঝতে পারেননি সেকান্দর ও সুলেমান। পরে পাশের পুকুরের পানিতে নামতেই একে একে মরতে শুরু করে হাঁস। তাঁদের অভিযোগ, বাদল ও বাকী পরিকল্পিতভাবে গমে বিষ মিশিয়ে হাঁস মারার জন্য পতিত জমিতে ছিটিয়ে রাখেন। তাঁদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বাদল ও বাক্কী মিয়া। তাঁরা বলেন, এটি ষড়যন্ত্র। তাঁরা যে গমে বিষ মিশিয়ে পতিত জমিতে ফেলে রেখেছেন তার প্রমাণ দিতে পারবেন না কেউ।

আরও পড়ুন

×