বাগেরহাটে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৫

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৯:০৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১১:৩১
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এই মামলায় বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার দুপুরে বাগেরহাট মডেল থানায় ২০ নেতাকর্মীর নাম উল্লখসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। তবে এই মামলাকে গায়েবি ও হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের সহসভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
গ্রেপ্তার পাঁচজন হলেন- শেখ আরিফুল ইসলাম (৩২), মো. মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মো. তারিকুল ইসলাম (২৭) ও মো. জাকারিয়া (৪০)। তারা সবাই জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জেলা জামায়াতের সহসভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সমকালকে বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করতে পুলিশ এই গায়েবি মামলা দিয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।