আড়াইহাজারে এসইজেডের যাত্রা শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশদ্বার। ছবি- সমকাল
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:২৮ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ১০:২৮
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) আগামীকাল মঙ্গলবার থেকে যাত্রা শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ এসইজেডের উদ্বোধন করবেন। এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এতে অন্তত ১ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
এখন পর্যন্ত এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ৪০টি বিদেশি কোম্পানি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বেজার কর্মকর্তারা বলছেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় শ্রমিকদের যাতায়াতের কারণে সেখানে সবসময় যানজট লেগেই থাকে। সেটি মাথায় রেখেই আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলে আট কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, যাতে শ্রমিকরা যে কোনো প্রান্ত থেকে ওয়াকওয়ে দিয়ে চলাচল করতে পারেন। এ অর্থনৈতিক অঞ্চলটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সেখানে যেন যানজট তৈরি না হয় সেজন্য একটি উড়াল সড়ক নির্মাণ করা হবে। ফলে অর্থনৈতিক অঞ্চলে চলাচলকারী যানবাহনগুলো উড়াল সড়ক ব্যবহার করে নির্বিঘ্নে চলতে পারবে।
এ ব্যাপারে এসইজেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারো কাওয়াচি বলেন, 'আমাদের লক্ষ্য বাংলাদেশেই জাপানসহ অন্য দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব কারখানা গড়ে তোলা। এশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সুমিতোমো করপোরেশনের নিজস্ব অফিস আছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও অফিস স্থাপনের পরিকল্পনা করা হয়। এ ব্যাপারে সব প্রস্তুতি শেষ হয়েছে।' তিনি বলেন, 'বাংলাদেশে রয়েছে জাপানি পণ্যের বড় বাজার। মূলত এ কারণেই বাংলাদেশকে বাছাই করা হয়েছে। জাপানের মান নিশ্চিত করেই এখানে পণ্য উৎপাদন হবে। এতে গ্রাহকরা কম খরচে পণ্য কিনতে পারবেন।'
এসইজেডের প্রকল্প পরিচালক সালেহ আহমদ বলেন, 'এখানে অটোমোবাইল অ্যাসেমব্লি, মোটরসাইকেল, সেলফোন হ্যান্ডসেটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতি, এগ্রো ফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্ট, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করা হবে। এখানে বিনিয়োগ করতে জাপানের টয়োটা, মিতসুবিশি, সুমিতোমো, তাওয়াকি, সুজিত লিমিটেডের মতো ৩০ ও অন্যান্য দেশের ১০ কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। সিঙ্গার ইতোমধ্যে একটি প্লট নিয়েছে। তারা উৎপাদনে যাওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে। আরও তিনটি কোম্পানিকে দুই সপ্তাহের মধ্যে প্লট বুঝিয়ে দেওয়া হবে।'
বেজার সাবেক নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, 'বাংলাদেশে কাঙ্ক্ষিত হারে বিদেশি বিনিয়োগ আসছে না। তবে এ ইপিজেডের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগে বড় ধরনের রূপান্তর ঘটবে। এই অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে অন্য দেশের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছাবে।'
স্থানীয় (নারায়ণগঞ্জ-২) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, 'জাপানি অর্থনৈতিক অঞ্চল উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। এই অর্থনৈতিক অঞ্চলের কারণে সারাবিশ্বে এই জনপদ ভিন্নরূপে পরিচিতি পাবে।'
- বিষয় :
- অর্থনৈতিক অঞ্চল
- জাপান
- নারায়ণগঞ্জ
- আড়াইহাজার