ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভারতীয় জেলে আটকের ঘটনায় বিজিবি-বিএসএফ গুলি বিনিময়

ভারতীয় জেলে আটকের ঘটনায় বিজিবি-বিএসএফ গুলি বিনিময়

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৬:৩৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৬:৪২

বাংলাদেশে মা ইলিশ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। দেশের জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকলেও মানছিলেন না ভারতীয় জেলেরা। ঢুকে গিয়েছিলেন দেশের অভ্যান্তরে রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে। পরে বিজিবি সদস্যরা হাতেনাতে আটক করেন ভারতীয় তিন জেলেকে। এসময় বিএসএফ এর চার জওয়ান ভারতীয় জেলেদের ছিনিয়ে নিতে গুলি চালালে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। 

স্থানীয়রা জানান, মা ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা দেয়া হলে দেশের জেলেরা নদীতে মাছ ধরা থেকে বিরত রয়েছেন। তবে তা মানছেন না ভারতীয় জেলেরা। উল্টো তারা ঢুকে পড়ছেন বাংলাদেশের অভ্যান্তরে। বৃহস্পতিবার রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় বিজিবির হাতে আটক হয় তিন জেলে। বিজিবি তাদের নিয়ে আসার সময় বিএসএফের চার জওয়ান তাদের ছিনিয়ে নিতে আসেন। এসময় বিজিবি পতাকা বৈঠকের আগে তাদের হাতে ভারতীয় জেলেদের তুলে দিতে অস্বীকার করলে বিএসএফ জওয়ানরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। 

রাজশাহী বিজিবির অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, আটক ভারতীয় জেলেদের ছিনিয়ে নিতে এসে বিএসএফ বিজিবিকে লক্ষ্য করে আগে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। 

তিনি জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

আরও পড়ুন

×