বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে দৌড়াদৌড়ি করছে: শিল্পমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন - সমকাল
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৭:৩৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ | ০৭:৫২
বিএনপি জনগণের কাছে না গিয়ে বিদেশি দূতাবাসে দৌড়াদৌড়ি করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে জনগণের কাছে যায় না। জনগণের কাছে যাওয়ার দরকারও নেই তাদের। তারা শুধু বিদেশি দূতাবাসে দৌড়াদৌড়ি করে। দলটির প্রতিষ্ঠাতা জিয়া যেভাবে ক্ষমতায় এসেছিল, ঠিক সেভাবে তারাও চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে।
বৃহস্পতিবার বিকেলে বেলাব উপজেলার নামাবাজারে অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় ভূমিহীন হরিজন সম্প্রদায়ের মধ্যে ৩০টি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুন, আপত্তি নেই। কিন্তু সমাবেশের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমাদের রাজনীতি ঐক্যে ও উন্নয়নের। এর ফলেই আজ সারাদেশে উন্নয়ন হয়েছে। পদ্মা সেতুর মতো অনেক মেগা প্রকল্প সারাদেশেই আওয়ামী লীগ সরকারের আমলে সম্পন্ন হয়েছে।
বেলাব উপজেলার নারায়নপুরে বিসিক শিল্পনগরী স্থাপনের কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইতোমধ্যে এ শিল্পনগরীর কাজ এগিয়ে যাচ্ছে। এটা সম্পন্ন হলে এ এলাকার হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু বিএনপি-জামায়াত জোট শিবির ও জঙ্গিদের নিয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জমান খাঁন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ভূঁইয়া, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহমেদসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।