ইপিজেড বাস্তবায়ন সভা বয়কট সাঁওতালদের

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ | ০৯:৫২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ | ০৯:৫২
গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভা বয়কট করলেন সাঁওতালরা। উপজেলা পরিষদ মিলনায়তনের সভা বয়কট করেই সাত দফা বাস্তবায়নের দাবি তুলে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
আলোচনার শুরুতেই সভা বয়কট করেন সাঁওতালরা। এ সময় সভাকক্ষ থেকে বেরিয়ে ইপিজেড নির্মাণকাজ বন্ধ করে সাঁওতাল হত্যার বিচার, তাঁদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, ক্ষতিপূরণ, জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
এ সময় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, সাঁওতাল-বাঙালির মতামত উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণের পাঁয়তারা চলছে। আমাদের সাত দফা বাস্তবায়নের চিন্তা না করে সাঁওতাল-বাঙালিদের বিপদে ফেলে তারা স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
বেপজার প্রকল্প পরিচালক আশরাফুল কবীর বলেন, প্রস্তাবিত জমি শিল্প করপোরেশনের। এখানে ইপিজেড হলে এলাকার উন্নয়নের পাশাপাশি লাখো মানুষের কর্মসংস্থান হবে। তাই সংঘাত নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইপিজেড নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
রংপুর চিনিকলের ইনচার্জ মাসুমা আক্তার মালা বলেন, সাড়ে ৪০০ একর জমি বেপজার কাছে হস্তান্তর করা হবে। আর বাকি জমি আইন মেনে অগ্রাধিকারের ভিত্তিতে সাঁওতাল-বাঙালিদের মধ্যে লিজ দেওয়া হবে।
এদিকে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশ একই দাবিতে উপজেলা কাটামোড় নামক স্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক দুপুর আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন একাংশের সভাপতি বার্নাবাস টুডু। এ সময় সড়কের দু'পাশে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
- বিষয় :
- গোবিন্দগঞ্জ
- ইপিজেড নির্মাণ
- বয়কট
- সাঁওতাল