ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রেমের টানে আসা সেই গৃহবধূকে ভারতে ফেরত

প্রেমের টানে আসা সেই গৃহবধূকে ভারতে ফেরত

প্রেমের টানে বাংলাদেশে আসা ভারতীয় নারীকে ফেরত দেওয়া হয়েছে— সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৭:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ১৩:০১

প্রেমের টানে বাংলাদেশে চলে আসা খাসিয়া গৃহবধূকে অবশেষে ভারতে ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গৃহবধূ কারেংশু খাসিয়াকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর ভারতীয় খাসিয়াদের অপহরণ করে নিয়ে যাওয়া বাংলাদেশি আব্দুন নুর ও শতাধিক গরু ফেরত দেয় বিএসএফ। এ সময় বিজিবি-পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধূ কারেংশুকে ফেরত দিতে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের টিপরাখলা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিজিবি-বিএসএফের আলোচনা শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলে কারেংশু কান্নাকাটি করে ফিরে যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ভারত থেকে তার স্বজনদের সীমান্ত এলাকার জিরো পয়েন্টে আসার সুযোগ দেওয়া হয়। অনেকক্ষণ কথা বলার পর কারেংশুকে কোলে তুলে ভারতে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গত শনিবার সীমান্তের ওপারের এসপিটিলার হেওয়াই বস্তির বাসিন্দা চংকর খাসিয়ার স্ত্রী পাঁচ সন্তানের জননী কারেংশু প্রেমিক ফিরোজ মিয়ার হাত ধরে বাংলাদেশে চলে আসেন। জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী টিপরাখলা গ্রামের হারিছ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়াও বিবাহিত। এরপর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে কারেংশুকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু দুইদিনের মধ্যে বিজিবি তার খোঁজ না পাওয়ায় ফেরত দিতে ব্যর্থ হয়।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশে অনুপ্রবেশ করে স্থানীয় যুবক আব্দুন নুরকে ধরে নিয়ে যায়। পাশাপাশি স্থানীয় হাওর থেকে শতাধিক গরু সীমান্তের ওপারে নিয়ে যায়। উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে বুধবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি দুই দেশের নাগরিককে ফেরত দেওয়ায় সিদ্ধান্ত হয়।

এদিকে বাংলাদেশে আসার পর ভারতীয় গৃহবধূকে নিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন প্রেমিক ফিরোজ। অবশেষে বুধবার পুলিশ মৌলভীবাজারের জুড়ি উপজেলা থেকে কারেংশুকে আটক করে জৈন্তাপুরে নিয়ে আসে।

১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদির জানান, বাংলাদেশি নাগরিক ও গরু ফেরত আনা হয়েছে। পাশাপাশি প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় নারীকেও ফেরত দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×