ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভূমি কর্মকর্তাকে পেটালেন চেয়ারম্যান

ভূমি কর্মকর্তাকে পেটালেন চেয়ারম্যান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪২

সহকারী ভূমি কর্মকর্তাকে পেটালেন ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ওই চেয়ারম্যানসহ তিনজনের নামে মামলা করেছেন আহত সহকারী ভূমি কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে উলিপুরের থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে।

মামলা থেকে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান তাঁর শ্যালক মো. শাহ আলমসহ থেতরাই ভূমি অফিসে আসেন। তিনি শাহ আলমের আট শতক জমির খারিজ ও খাজনা বিষয়ে অন্যায় আবদার করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁরা সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিনকে গালাগাল ও বেধড়ক মারপিট করে ৩৩ হাজার ৩১০ টাকা ছিনিয়ে নেন। পরে চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উলিপুর স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করেন। রাতে আহত সহকারী ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে উলিপুর থানায় চেয়ারম্যান আতাউর রহমান, তাঁর শ্যালক শাহ আলম ও অজ্ঞাতপরিচয় একজনের নামে মামলা করেন।

এ ব্যাপারে কথা বলতে চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার শ্যালক শাহ আলমের আট শতক জমির খারিজ ও খাজনা নিয়ে ছয় মাস ধরে হয়রানি করা হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ভূমি কর্মকর্তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে আমি ওই কর্মকর্তাকে মারিনি। অথচ তিনি আমাকেই এক নম্বর আসামি করেছেন।

উপজেলা সহকারী কমিশনার কাজী মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত সহকারী ভূমি কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×