সমকালে সংবাদ প্রকাশ
এসসি বিদ্যালয়ে আর অফলাইনে ভর্তি ফরম নয়

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:৪২
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি ফরম আর অফলাইনে বিক্রি করা হবে না। অনলাইনে এ ফরম পূরণ করতে হবে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নতুন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
মতবিনিময় সভায় জানানো হয়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি ভর্তি ফরমই আমলে নিয়েছে ভর্তি কমিটি। অতিরিক্ত ফরম কাজে আসেনি তাদের। এ অভিভাবকদের টাকা গচ্ছা গেছে।সভায় দুই সাংবাদিক বিদ্যালয়ের ভর্তি লটারিতে নিয়মের ব্যত্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁরা জানান, অফলাইনে ফরম বিক্রি করে ১১০ টাকার স্থলে ৪৪০ থেকে ৮৮০ টাকাও আদায় করেছে স্কুল কর্তৃপক্ষ।
জবাবে ভর্তি কমিটিতে জেলা প্রশাসকের পক্ষে দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) শেখ মহিউদ্দিন বলেন, একাধিক ফরম বিক্রয়ের বিষয়টি তাঁদের জানা ছিল না। লটারি প্রক্রিয়ার কাজ শুরু করতে গিয়ে জেনেছেন। পরে দীর্ঘ বাছাই করে এক শিক্ষার্থীর একটি ফরম লটারির জন্য গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী ১২০ আসনেই লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই হয়েছে।
এসসি বালিকা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফরম বিক্রি নিয়ে গত ১০ ডিসেম্বর সমকালে সংবাদ প্রকাশ করে।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী শেরগুল আহমদ, পঙ্কজ দে, বিজন সেন রায়, বিন্দু তালুকদার, মাহবুবুর রহমান পীর, আল হেলাল, মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, এমরানুল হক চৌধুরী, এ আর জুয়েল, হিমাদ্রি শেখর ভদ্র, শাজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
- বিষয় :
- ভর্তি ফরম
- ফরম বিক্রি
- সিলেট
- সুনামগঞ্জ