ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জুড়ী সীমান্তে ৮ রোহিঙ্গাসহ এক বাংলাদেশি আটক

জুড়ী সীমান্তে  ৮ রোহিঙ্গাসহ এক বাংলাদেশি আটক

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাদা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ০২:৫৩ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ০২:৫৩

মৌলভীবাজারের জুড়ীতে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, ভোর সাঁড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশিসহ মোট ৯ জনকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখা যায়। তাৎক্ষণিক গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সহযোগিতায় রোহিঙ্গাদের আটক করিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বুধবার ভোরে এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময়ে স্থানীয়দের সহযোগিতায় ৯জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন বাংলাদশিকে সনাক্ত করা হয়েছে।

জুড়ী থানার এসআই আব্দুল মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের মধ্যে ৮ জন রোহিঙ্গাসহ ১  জন বাংলাদেশি রয়েছে।


আরও পড়ুন

×