তদন্ত প্রতিবেদনে ঈশ্বরদীর সেই কৃষকরাই দায়ী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ | ১০:২৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ | ১০:২৫
পাবনার ঈশ্বরদীতে ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে ১২ কৃষককে গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শেষ করেছে বাংলাদেশ সমবায় ব্যাংক। এতে ওই চাষিদেরই দায়ী করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোনো মাঠকর্মী বা কর্মকর্তার গালিফতি কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে শুক্রবার সমকালের কাছে দাবি করেছেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও তদন্ত দলের প্রধান (পরিদর্শন ও আইন) আহসানুল গণি। এর আগে বুধবার প্রতিবেদনটি কোম্পানির মহাব্যবস্থাপকের কাছে জমা দেওয়া হয় বলে তিনি জানান। এ অবস্থায় ঋণের টাকা সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মামলা চলবে।
তিনি জানান, উপজেলার ভাড়ইমারি উত্তরপাড়া সবজি চাষি সমবায় সমিতির ৪০ কৃষককে ২০১৬ সালে ১৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়। একেকজন পান ৪০ হাজার টাকা। নির্ধারিত সময়ে ঋণ ও সুদের টাকা পরিশোধ না করায় ৩৭ জনের নামে মামলা হয়, আর তিনজন দায় মেটানোয় তাঁদের এতে জড়ানো হয়নি।
এদিকে তদন্ত প্রতিবেদন নিয়ে হতাশা ব্যক্ত ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত কৃষকরা। সমিতির সভাপতি বিলকিস আক্তার বলেন, আমরা ১৬ লাখ টাকা ঋণ নিয়ে ১৩ লাখ টাকা শোধ করেছি। পরে ব্যাংক কর্তৃপক্ষ আরও ১৩ লাখ টাকা দাবি করে এবং না দেওয়ায় মামলা করে। এর জমা রসিদ তো তাঁদের কাছেই থাকার কথা। চাষিদের থাকার ভালো ঘরবাড়িই নেই; ঋণের কাগজ সংরক্ষণ করবে কীভাবে! তা ছাড়া কোন হিসাবে কৃষকদের কাছে ১৫ শতাংশ সুদ দাবি করছেন তাঁরা?
ভাড়ইমারির কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, আমাদের পেটের ক্ষুধাই মেটে না। এক বেলা খেতে পারলে অন্য বেলা জোটে না। অধিকাংশ কৃষকের ঘরদুয়ার ভাঙা। বেড়ার ভাঁজে, ঘরের খুঁটির সঙ্গে, চালের পাতিলে ওই ঋণের টাকা জমা দেওয়ার রসিদ রেখেছিলাম। সেগুলো কতদিন থাকতে পারে? তদন্ত কমিটি এখন সেগুলো চাইলে কীভাবে দেব? সেই কাগজ দেখাতে না পারায় আমাদের ঋণখেলাপি বলা হচ্ছে; তদন্তে দোষী বানানো হয়েছে।
কৃষকদের মামলা পরিচালনা করছেন জেলা জজ আদালতের আইনজীবী খন্দকার মাহবুব আহমেদ রিটন। তিনি বলেন, বাদীপক্ষের দাবি অনুযায়ী ব্যাংকের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা ইতোমধ্যে হয়েছে। শিগগিরই দায় পরিশোধ করা হবে। এর আগ পর্যন্ত মামলার কার্যক্রম চলবে। পরিশোধ হলে তা খারিজ হয়ে যাবে।
২০১৬ সালের ওই ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে মামলা হলে কৃষকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত ২৫ নভেম্বর ১২ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। বিষয়টি গণমাধ্যমে আসার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পরে ২৭ নভেম্বর গ্রেপ্তার ১২ জনসহ ৩৭ কৃষককে জামিনে মুক্তি দেন আদালত। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে সমবায় ব্যাংক। কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী মহাব্যবস্থাপক (প্রকল্প ও ঋণ) আবদুর রাজ্জাক ও সহকারী মহাব্যবস্থাপক (আইন) আমিনুল ইসলাম।
- বিষয় :
- পাবনা
- ঈশ্বরদী
- তদন্ত প্রতিবেদন
- কৃষক
- ঋণ পরিশোধ