ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ক্যাম্প থেকে পালানো ১৬ রোহিঙ্গা শ্রীমঙ্গলে আটক

ক্যাম্প থেকে পালানো ১৬ রোহিঙ্গা শ্রীমঙ্গলে আটক

আটক রোহিঙ্গা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৮:৩২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৮:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনা পরিবহনের একটি বাস থেকে ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। তাদের মধ্যে পাঁচজন নারী ও সাতজন শিশু।

আটকরা হলো- ওয়াজ মিয়া, মো. হাফিজুর রহমান, সৈয়দ আলী, মো. নুর মোস্তফা, ছুমুদা খাতুন, ফাতেমা খাতুন, রোকেয়া বেগম, আশরাফা বেগম, ইয়াসমিন আরা, নূর শাহেরা, সফুদা বিবি, জনুয়ারা বেগম, ইয়াসমিন আরা, আসমা বিবি, নুরুল আমিন ও মোহাম্মদ এরফান।

কক্সবাজারের কুতুপালংয়ের টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে তারা মৌলভীবাজার হয়ে সিলেট যাচ্ছিল। তাদের ফের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জেলা পুলিশে কর্মরত একজন পরিদর্শক ছুটি শেষে ওই বাসে মৌলভীবাজার যাচ্ছিলেন। এ সময় বাসে থাকা কিছু যাত্রীকে রোহিঙ্গা হিসেবে তার সন্দেহ হয়।

ওসি আরও জানান, তিনি বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুমে জানান। সেখান থেকে শ্রীমঙ্গল থানায় জানানো হলে পুলিশ অভিযান চালিয়ে ওই ১৬ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা কপবাজার কুতুপালংয়ের টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়।

আরও পড়ুন

×