রাজশাহীর একমাত্র নারী হকার খুকি অসুস্থ

দিল আফরোজ খুকি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:০১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:০১
পত্রিকা বিক্রি করে ভাইরাল হওয়া রাজশাহীর সেই নারী হকার দিল আফরোজ খুকি অসুস্থ। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে খুকিকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সোমবার সকালে খুকিকে ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন ওয়ার্ডের রেজিস্ট্রার এবিএম মাহবুবুল হক বলেন, তাকে যে অবস্থায় পাওয়া গেছে তাতে মনে হচ্ছে স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যানসহ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, খুকির সুচিকিৎসার জন্য সকল ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিল আফরোজ খুকি রাজশাহীর একমাত্র নারী হকার। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে পত্রিকা বিক্রি করে জীবিকা চালান। আয়ের কিছু টাকা তিনি দান করেন। এ খবর জানাজানি হলে সমাজের অনেকেই খুকির দায়িত্ব নেন। তবে খুকি তার পেশা থেকে সরে যাননি।
- বিষয় :
- দিল আফরোজ খুকি
- অসুস্থ
- নারী হকার
- রাজশাহী