ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিবালয়ে এক রাতে দুই বাড়িতে চুরি

শিবালয়ে এক রাতে দুই বাড়িতে চুরি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:০৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ১২:০৭

মানিকগঞ্জের শিবালয়ে একই রাতে দুই বাড়িতে চুরি হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার মালপত্র চুরির দাবি করেছেন ভুক্তভোগীরা।

রোববার রাতে উপজেলার তেওতা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চুরির ঘটনা দুটি ঘটে। একই গ্রামের অপর বাড়িতে চোরেরা হানা দিলেও বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ওই গ্রামের রহমান শেখের বাড়ির টিনের বেড়া কেটে হানা দেয় চোরেরা। সেখান থেকে নগদ সোয়া তিন লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

প্রতিবেশীরা ওই বাড়ির সায়েদুর রহমান (৪৫), রত্না বেগম (৩৫), রূপা আক্তার (২১), রুমানা আক্তার (১৫) ও রাকিব শেখ (৬) নামের ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। তাঁদের ধারণা, ওই বাড়ির খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়েছিল চোরেরা।

পরে আব্দুল বাতেনের বাড়ির ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরেরা। সেখান থেকে প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে। এরপর আব্দুল রাজ্জাকের ঘরের জানালা কেটে ভেতরে ঢুকলে বাড়ির লোকজন টের পেয়ে যান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে চোরেরা পালিয়ে যায়।

তিনটি চুরির ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

×