কিশোরগঞ্জ থেকে বাস চলছে সব রুটে

আন্তঃজেলা গাইটাল বাস টার্মিনাল- ফাইল ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ২২:২৫ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ২২:২৫
কিশোরগঞ্জে আন্তঃজেলা গাইটাল বাস টার্মিনালে হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ চারজন আহত হয়েছেন। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ১১ রাউন্ড গুলিবর্ষণ করেছে গতকাল। এ ঘটনায় টার্মিনাল থেকে ৬টি রুটের সব বাস চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বাস চলাচল আবার শুরু হয়েছে।
কিশোরগঞ্জ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক সমকালকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, টার্মিনাল থেকে যাতায়াত পরিবহন কোম্পানির ৪০টি গাড়ি চলাচল করতো। কোম্পানির চেয়ারম্যান মানিক সরকারের কাছে কোম্পানির অন্যান্য মালিকদের টিকিট বিক্রি বাবদ ১২ লাখ টাকা পাওনা হয়েছে। যে কারণে টার্মিনাল থেকে মানিক সরকারের নিয়ন্ত্রণাধীন অন্তত ২০টি গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর
হেলাল জানান, মালিক সমিতির নেতাদের মধ্যস্থতায় মানিক সরকার গত ৩০ নভেম্বর এসব পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২৯ নভেম্বর তিনি মালিক সমিতির নেতাদের জানান, ৬ ডিসেম্বর টাকা দিয়ে ৭ ডিসেম্বর থেকে তিনি গাড়ি চালাবেন। এই তারিখেও তিনি টাকা পরিশোধ করেননি। এমতাবস্থায় সোমবার বিকেল ৩টার দিকে টার্মিনাল কার্যালয়ে শ্রমিক নেতারা এ বিষয়ে সভা করার সময় মানিক সরকারের পক্ষের কাঞ্চন, বাবু, মামুন, শাহজাহান, রাসেলসহ অন্তত ২০ জন বহিরাগত রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুমসহ চারজন আহত হয়েছেন। হামলার পর থেকে টার্মিনাল থেকে ছয়টি রুটে চলাচলকারী সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। পরে আজ ভোর ৫টা থেকে মানিক সরকারের নিয়ন্ত্রণাধীন ২০টি গাড়ি বাদে সব গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে হামলায় আহত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বাদী হয়ে গতকালকের ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।