ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নারী সচিবকে লাঞ্ছনা, ইউপি সদস্য আটক

নারী সচিবকে লাঞ্ছনা, ইউপি সদস্য আটক

প্রতীকী ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১১:১৬ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ২১:১৫

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদের নারী সচিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। লাঞ্ছনার সময় আহত হয়েছেন দুই নারী গ্রাম পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে তার উপস্থিতিতে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলাকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী ইউপি সচিব জানান, চেয়ারম্যানের সঙ্গে তার কক্ষে আলোচনা চলছিল। এ সময় উপস্থিত ছিলেন একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা। কথা বলার এক পর্যায়ে তুলা মেম্বার ক্ষিপ্ত হয়ে কিলঘুসি মারতে মারতে বাইরে আনেন তাকে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন রহিমা খাতুন ও পারুল আক্তার নামে দুই গ্রাম পুলিশ।

তিনি বলেন, 'অন্য ইউপি সদস্যরা আমাকে এ সময় উদ্ধার করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তুলা মেম্বার বিভিন্ন সময় আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় আমার ওপর ক্ষিপ্ত সে। এর বিচার চাই।'

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য তুলা। তিনি বলেন, 'সচিব আগে আমাকে থাপ্পড় মেরেছে। আমি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করিনি।'

ঘটনার সত্যতা স্বীকার করেছেন মুশুদ্দি ইউপি চেয়ারম্যান আবু কাউসার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×