ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

খুলনায় দুদকের মামলায় শিল্পপতি কারাগারে

খুলনায় দুদকের মামলায় শিল্পপতি কারাগারে

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৯:১৭

ছয় কোটি ১০ লাখ টাকা মূল্যের সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি মাহবুবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে মাহবুবুর রহমান খুলনা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, নগরীর লবণচরা এলাকায় 'কুরাইশি স্টিল লিমিটেডে'র সম্পত্তি আত্মসাতের ঘটনায় গত ২০ জুলাই হাতিম গ্রুপের চেয়ারম্যান ফজল-ই-হোসেন এবং মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক শেখ মাহাবুব রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক নুরুল ইসলাম এই মামলার বাদী।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রামের মাঝিরঘাট রোডের সরাফ আলী ছেলে ও হাতিম গ্রুপের চেয়ারম্যান ফজল-ই-হোসেন, তার ভাই সাফাকাত হোসেন এবং মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের সদরঘাট রোডের ফখরুদ্দীন মো. জালালী, খুলনা সদরের ১৭ ক্লে রোডের এনায়েত হোসেন, খুলনার দৌলতপুরের শেখ মজনুর ছেলে ও মাহাবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান, মাহাবুব ব্রাদার্সের অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. সিরাজুল ইসলাম হাওলাদার, হাতিম গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী আমাতুল্লাহ এফ হোসেন এবং খুলনার গোবরচাকা এলাকার মো. মজিবর রহমান।

মামলায় উল্লেখ করা হয়, কুরাইশি স্টিল লিমিটেডের সরকারি অংশের শেয়ার না জানিয়ে বিক্রি, শিল্প মন্ত্রণালয় ও বিএসইসিকে অবহিত না করে মিলের উৎপাদন বন্ধ, প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি গোপনে বিক্রি এবং মিলের জমির মালিকানার প্রকৃত তথ্য গোপন করে দুটি পৃথক রেজিস্ট্রি সাব-কবলা দলিলের মাধ্যমে বিক্রয় করে আত্মসাৎ করা হয়েছে। এতে ছয় কোটি ১০ লাখ টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন

×