ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপির নেতাকর্মীরা কখনও কারোর অফিস ভাঙচুর করে না: গয়েশ্বর

বিএনপির নেতাকর্মীরা কখনও কারোর অফিস ভাঙচুর করে না: গয়েশ্বর

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়- সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কখনও কারোর অফিস ভাঙচুর করে না। চন্দ্রার আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলা অবিশ্বাস্য, ভয়ংকর মিথ্যা মামলা। এই মামলায়ই গ্রেপ্তার করা হয়েছে আলী আজমকে। অথচ তিনি এজাহারভুক্ত আসামি নন। মামলার বাদী জনসম্মুখে বলেছেন, তিনি সেখানে ছিলেন না। কাউকে চেনেন না এবং ঘটনাস্থলে তিনি ছিলেন না। বিষয়টা পরিস্কার, একটি ষড়যন্ত্র মিথ্যা মামলা বিএনপির নেতাকর্মীকে আটক করা, হয়রানি করার একটা প্রক্রিয়া মাত্র।

শুক্রবার বিএনপি কেন্দ্রীয় নেতাসহ উপজেলার বোয়ালী ইউনিয়নের পাবরিয়াচালা গ্রামের বাড়িতে গেলে সেখানে আলী আজমের স্ত্রী মাহবুবা আক্তার লিপি, মেয়ে রুমাইয়া আফরিন, ছয় বছরের ছেলে মোয়াজ বিন আজিমসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় আজমের স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন। এর পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন গয়েশ্বর।

তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশে কালিয়াকৈর অন্তর্ভুক্ত ছিল। এখান থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগ যাতে না দিতে পারে, তাই মিথ্যা মামলা দিয়ে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, বোয়ালী ইউপি বিএনপির সভাপতি আলী আজমকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে।

গত মঙ্গলবার আলী আজম তাঁর মায়ের জানাজা পড়ানোর জন্য প্যারোলে মুক্তি নিয়ে আসেন। নিজের মায়ের জানাজায় পুলিশ হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে না দেওয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতা আলী আজমকে ডান্ডাবেড়ি পরানোর কারণে তিনি তাঁর মায়ের লাশ কবরে নামাতে পারেননি। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। এই সরকার একের পর এক মানবাধিকার লঙ্ঘন করছে, যা দেশ-বিদেশে নিন্দনীয় হচ্ছে। এ ঘটনায় এই দেশের জনগণ হিসেবে আমরা লজ্জা পাচ্ছি। এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়। দায়ী ফ্যাসিবাদী সরকার।

কেন্দ্রীয় বিএনপির নেতা আসছেন- এ রকম খবর রাতেই উপজেলা বিএনপির নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে পড়ে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির দলীয় নেতাকর্মীরা আলী আজমের বাড়িতে আসতে শুরু করেন। সেখানে উপজেলার নেতাকর্মীরা বক্তৃতা করেন।

আরও পড়ুন

×